গত সপ্তাহে আতলেতিকোর বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৩–১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে জাভি আলোনসোর শিষ্যরা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় হতাশ হয়ে নিজেদের খেলোয়াড়দের উদ্দেশে দুয়ো দেয় রিয়ালের সমর্থকরা। তবে বিরতির পর মাত্র দেড় মিনিটের মাথায় খেলার গতি পাল্টে দেন ভিনিসিয়ুস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে কেটে ঢুকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট প্রতিপক্ষের ডিফেন্ডার সান্তি কোমেসানার গায়ে লেগে দিক বদলে গোলরক্ষক আরনাউ তেনাসকে পরাস্ত করে জালে জড়ায়। ৬৯তম মিনিটে রাফা মারিনের ফাউলে পেনাল্টি আদায় করে নিজেই তা থেকে গোল করেন ভিনি। তেনাসের হাত ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। তবে ভিয়ারিয়ালও পাল্টা আক্রমণে ছিল বিপজ্জনক। বদলি হিসেবে নামা ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম একবার একান্তে গিয়ে গোল করতে ব্যর্থ হন,...