দেশে চাঁদাবাজি ও অবৈধ দখলের অপরাধে সম্প্রতি গ্রেপ্তার হওয়া প্রায় ৬০ শতাংশই নতুন মুখ। একমাসে গ্রেপ্তার সাড়ে ছয়’শর মধ্যে অর্ধেকের বেশিই রাজনৈতিক কর্মী। এসব অপরাধের জন্য বর্তমানে সক্রিয় দলগুলোর প্রশ্রয়সহ ৬টি কারণ চিহ্নিত করেছে পুলিশ। গণঅভ্যুত্থানের পরও চাঁদাবাজি ও দখলদারিত্বের সংস্কৃতি বন্ধ না হওয়ায় উদ্বেগ বিশ্লেষকদের। গতবছর ৫ আগস্টের পর দীর্ঘদিন নাজুক ছিলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। ধীরে ধীরে যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে দেশ, তখনই মাথাচাড়া দিয়ে উঠছে চাঁদাবাজ-দখলদাররা। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, এ বছরের ১৫ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে ৬৫০ জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ৩৭১ জনই চাঁদাবাজিতে নতুন। আর সবচেয়ে বেশি গ্রেপ্তার ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে ৩২৩ জন। যাদের ২২৩ জনই নতুন চাঁদাবাজ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন,...