আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। বলেছেন, নির্বাচন নিয়ে কমিশন ষড়যন্ত্র করলে হুদা কমিশনের মতো নির্বাচন কমিশনের পরিণতি হবে, ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে। শনিবার (৪ অক্টোবর) বিকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের লোকমানপুর বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। তাইফুল ইসলাম টিপু বলেন, বিগত ১৭ বছর জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি। শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেনি। বিএনপির নেতা-কর্মীরা মামলা, জেল-জুলুম মাথায় নিয়ে রাজপথে থেকেছে, নির্যাতন সহ্য করেছে। এবারও যদি ষড়যন্ত্র হয়, তবে জনগণ তা প্রতিরোধ করবে। একটি মহল দেশে-বিদেশে ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ তুলে বিএনপি নেতা বলেন, ২০০৮ সালের মতো পরিকল্পিতভাবে কারচুপির ছক আঁকা হচ্ছে। আমরা সেই...