এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ছিলেন তিনি। খোলোমেলা পোশাকে ছবি পোস্ট করে বেশ আলোচনায় থাকতেন সবসময়। কিন্তু মাঝে কিছুটা বিরতি দিয়েছিলেন তিনি। হঠাৎ করেই সব পোস্ট দেওয়া থেকে বিরত ছিলেন। বলা যায়, অনেকা আড়ালেই ছিলেন তিনি। আর তাইতো খুব বেশি একটা দেখা মেলেনি ফেসবুক কিংবা অন্যান্য মাধ্যমে। ইদানিং হঠাৎ করেই তিনি আবারও নিয়মিত হয়েছেন অন্তর্জালে। ফেসবুকে ইতোমধ্যেই খোলোমেলা ছবি পোস্ট দিয়ে তার ভক্তদের জানান দিলেন তিনি আছেন এখনও নিয়মিত। যদিও এখনও কোনো কাজের খবর মেলেনি তার সেই স্ট্যাটাস থেকে। সেই আগের মতোই উত্তাপ ছড়াচ্ছেন নায়লা নাঈম। প্রসঙ্গত, ২০১৩ সালের শেষ দিকে ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করে আলোচনায় আসেন নায়লা...