প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তায়ালাকে সিজদা করা হয়। সিজদা একমাত্র আল্লাহর জন্যই জায়েজ, অন্য কারো জন্য জায়েজ নয়। মানুষ ছাড়াও আসমান, জমিন, চন্দ্র, সূর্য— সবই আল্লাহ তায়ালাকে সিজদা করে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে—তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকারাজি, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আর অনেকের প্রতি শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করতে চান, তাকে সম্মানিত করার কেউ নেই। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। (সুরা হজ, আয়ত : ১৮, সিজদার আয়াত)মানুষ প্রতিদিনের ইবাদতে আল্লাহ তায়ালাকে সিজদা করে এবং পবিত্র কোরআনের বিশেষ কিছু আয়াত তিলাওয়াত করার পরও আল্লাহ তায়ালাকে সিজদা করে। মানুষ সিজদার আয়াত তিলাওয়াত করে আল্লাহকে সিজদা করে তা দেখে শয়তান আক্ষেপ...