বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আবারও লিখেছেন ইতিহাস। আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তিনি গড়েছেন এক বিশ্ব রেকর্ড—আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার রেকর্ড এখন মোস্তাফিজের দখলে। শারজায় শুরু হওয়া বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই খেলাতেই মাঠে নেমেছেন মোস্তাফিজ। এই দুই ম্যাচ মিলিয়ে ৮ ওভারে (৪৮ বল) দিয়েছেন ১৭টি ডট। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর মোট ডট বল দাঁড়িয়েছে ১১৪২, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদির, যার ডট বল সংখ্যা ছিল ১১৩৮। অর্থাৎ মাত্র চার বলের ব্যবধানে শীর্ষে উঠেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচ করে নিয়েছিলেন ১ উইকেট, দেন ১০টি ডট বল। তবে দ্বিতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি—৪ ওভারে ৪০ রান...