০৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ডোনাল্ড ট্রাম্পকে সম্মানিত করে এক ডলারের কয়েন প্রকাশের পরিকল্পনা করছে। এই কয়েনের খসড়া নকশায় সম্ভাব্যভাবে ট্রাম্পের ছবি থাকবে এবং এটি মার্কিন স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তৈরি করা হবে। শুক্রবার (৩ অক্টোবর) মার্কিন ট্রেজারি অফিস প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্মান জানাতে এক ডলারের কয়েনের খসড়া নকশা প্রকাশ করেছে। নকশার সামনের অংশে ট্রাম্পের প্রোফাইল ছবি দেখানো হয়েছে। ছবির ওপরে লেখা আছে ‘লিবার্টি’, আর নিচে উল্লেখ করা হয়েছে ‘১৭৭৬-২০২৬’। এই উদ্যোগ মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির প্রেক্ষিতে নেওয়া হয়েছে। নকশার ছবি প্রথমে মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা হয়। পরে ট্রেজারি অফিসও এটি প্রকাশ করে। সম্ভাব্য খসড়া নকশায় ট্রাম্পের মুখের দিকনির্দেশ স্পষ্টভাবে দেখানো হয়েছে,...