মিয়ানমারের আটক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছোট ছেলে কিম অ্যারিস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তার মায়ের মুক্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ সৃষ্টি করে তার মাকে মুক্তি দেওয়ার জন্য। রোববার (৫ অক্টোবর) সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দীর্ঘদিন নীরব থাকা ৪৮ বছর বয়সী কিম অ্যারিস জীবনের বেশিরভাগ সময় মিডিয়ার আলোচনার বাইরে ছিলেন। তবে, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর, মা অং সান সু চির কারাবন্দি অবস্থার অবনতির কারণে তিনি বিশ্ববাসীর কাছে বিষয়টি তুলে ধরতে শুরু করেন। অ্যারিস বলেন, “আমি প্রেসিডেন্ট শি জিনপিংকে তার (অং সান সু চি) মুক্তির আহ্বান জানাতে এবং জান্তার উপর চাপ সৃষ্টির জন্য আরও কিছু করার জন্য আবেদন করছি… যাতে যাদের মুক্তি দেওয়া উচিত...