আগের সপ্তাহে লা লিগায় বড় ধাক্কা খেয়েছিল রেয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত হয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানও হাতছাড়া হয় শাবি আলোনসোর দলের। ঠিক এক সপ্তাহ পর গতকাল শনিবার রাতে লা লিগার ম্যাচ খেলতে নামে মাদ্রিদ। এবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারেয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল ও কিলিয়ান এমবাপ্পের এক গোলে ভিয়ারেয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মাদ্রিদ। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে এ নিয়ে টানা ৯ ম্যাচ গোল করলেন এমবাপ্পে, যা তাঁর ব্যক্তিগত রেকর্ড। তবে রেকর্ড গড়ার দিনে গোড়ালির চোটে পড়েছেন ফরাসি তারকা। এতে ফ্রান্সের হয়ে আগামী সপ্তাহের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারবেন কি না, সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। গতকালের জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের...