খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজ্বী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন।আরও পড়ুনআরও পড়ুন‘পোলারে বুকে আগলে রাখতে চাইছি, পোলা আমার কাছে থাকে নাই’ স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, একটা টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে পার্শ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে...