নিজস্ব প্রতিবেদক : মহানবী যেসব ভবিষ্যৎবাণী করেছিলেন, আজ সেগুলো একে একে সত্য প্রমাণিত হচ্ছে। প্রকৃতি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মধ্যে যে বিপর্যয় এবং সংকট তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, তা আমাদের চোখের সামনে ধ্বংসাত্মক আকার ধারণ করেছে। ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর ভয়াবহ শুকিয়ে যাওয়া, খেজুর বনের সংকট, এবং মৌমাছিদের জীবনসংগ্রাম — এগুলো সবই সেই ঐতিহাসিক ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ। আসুন, এই অনন্য ও ভাবপ্রবণ ঘটনাবলীকে গভীরভাবে বিশ্লেষণ করি যা আমাদের সতর্ক করছে প্রকৃতির সঙ্গে মানিয়ে চলার প্রয়োজনীয়তার বার্তা নিয়ে। ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে। এর ফলে নদী তীরের বিশাল খেজুর বন এবং মৌমাছিদের জীবনচক্র মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন এবং বাঁধ নির্মাণসহ মানুষের কার্যকলাপকে এর মূল কারণ হিসেবে...