মধুবালা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন ৩৬ বছর বয়সে। তাঁর অবশ্য ছোট থেকেই হৃদপিণ্ডে সমস্যা ছিল। হৃদপিণ্ডের স্বাস্থ্য আর এই সময়ের কথা যদি ওঠে, তাহলে তিনটে নাম নেওয়া যেতে পারে- সিদ্ধার্থ শুক্লা, শেফালি জরিওয়ালা, চিরঞ্জীবী শারজা। সিদ্ধার্থ শুক্লা মারা যান ২০২১ সালে ৪০ বছর বয়সে, শেফালি জরিওয়ালা চলে গেলেন চলতি বছরেই ৪২ বছর বয়সে। দক্ষিণ ভারতীয় অভিনেতা চিরঞ্জীবী শারজা ২০২০ সালে ইহলোক ত্যাগ করেন ৩৫ বছর বয়সে। সব ক্ষেত্রেই মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক! একটা সময় ছিল যখন হার্ট অ্যাটাককে বার্ধক্যজনিত সমস্যা হিসেবে দেখা হত। তবে, আজকাল আমরা ৩০ বছর বয়সীদের, এমনকি ২০ বছরেরও কম বয়সীদের প্রাণঘাতী হৃদরোগে আক্রান্ত হয়ে এমার্জেন্সি রুমে ভর্তি হতে দেখছি। এটি এখন আর ব্যতিক্রম নয়; এটি একটি প্রবণতা হয়ে উঠছে। এটি আমাদের সকলের জন্য উদ্বেগ হয়ে ওঠা...