ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেস, এরপর চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারের কাছে হেরেছিল আগের সপ্তাহে। এরপর শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হলো লিভারপুল। কিন্তু এই ম্যাচেও জয়ে ফিরতে পারলো না। বরং, ড্র করতে করতে, শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে চেলসির কাছে হারতে হলো অল রেডদের। মৌসুমের শুরু থেকে শেষ মুহূর্তে গোল করে জয়ের একটা অলিখিত নিয়ম করে ফেলেছিল লিভারপুল। কিন্তু বিষয়টা যে বিপজ্জনক, তা বুঝতে পারলেও সেখান থেকে বের হতে পারছিল না। অবশেষে শেষ মুহূর্তে উল্টো গোল হজম করে ক্রিস্টালের কাছে হেরেছিল ২-১ ব্যবধানে। এবার চেলসির কাছেও ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে, ৯০+৫ মিনিটের সময় ব্রাজিলিয়ান তরুণতুর্কী এস্তেভাওয়ের গোলে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই হার শেষে লিভারপুলকে হারিয়ে দারুণ প্রত্যাবর্তন ঘটলো চেলসির। লিগে আগের দুই ম্যাচে ব্রাইটন...