ফ্লোরিডার উপকূলে প্রায় তিনশ বছর আগে ডুবে যাওয়া এক স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা ও পাঁচটি স্বর্ণমুদ্রা। এসব মুদ্রার আনুমানিক বাজারমূল্য প্রায় এক মিলিয়ন ডলার বা প্রায় ১২ কোটি ১৭ লাখ টাকা। উদ্ধার অভিযান পরিচালনা করেছে ১৭১৫ ফ্লিট–কুইন্স জুয়েলস এলএলসি নামের এক জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান। মোটর ভেসেল জাস্ট রাইট-এর ক্যাপ্টেন লেভিন শেভার্স এবং তাঁর ক্রুরা ফ্লোরিডার ট্রেজার কোস্ট এলাকায় মুদ্রাগুলো আবিষ্কার করেন। উদ্ধার হওয়া রৌপ্যমুদ্রাগুলো ‘রিয়েলস’ নামে এবং স্বর্ণমুদ্রাগুলো ‘এস্কুদোস’ নামে পরিচিত। প্রতিষ্ঠানটি জানায়, এই আবিষ্কার আসলে একটি বৃহৎ ধনভান্ডারের অংশবিশেষ। ১৭১৫ সালের ৩১ জুলাই ভয়াবহ ঘূর্ণিঝড়ে স্পেনগামী স্প্যানিশ নৌবহরটি ডুবে যায়, সঙ্গে হারিয়ে যায় বিপুল সম্পদ। ঐতিহাসিকদের ধারণা, তখন প্রায় ৪০০ মিলিয়ন ডলার মূল্যের সোনা, রুপা ও গয়না সমুদ্রে তলিয়ে যায়। প্রতিষ্ঠানটির অপারেশন ডিরেক্টর স্যাল...