০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে তিন শতাব্দী আগের এক স্প্যানিশ জাহাজের ধ্বংসাবশেষ। সেখান থেকে পাওয়া গেছে হাজারেরও বেশি রৌপ্যমুদ্রা ও পাঁচটি স্বর্ণমুদ্রা, যেগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার বা ১২ কোটি ১৭ লাখ টাকা। এই আবিষ্কারকে সমুদ্রবিজ্ঞানী ও ইতিহাসবিদরা বলছেন—“একটি জীবন্ত ইতিহাসের টুকরো”। এই মূল্যবান সম্পদ উদ্ধার করেছে ১৭১৫ ফ্লিট–কুইন্স জুয়েলস এলএলসি নামের একটি জাহাজ উদ্ধারকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ‘মোটর ভেসেল জাস্ট রাইট’ নামের জাহাজের ক্যাপ্টেন লেভিন শেভার্স ও তাঁর ক্রু সদস্যরা ফ্লোরিডার ‘ট্রেজার কোস্ট’ এলাকায় এই বিরল মুদ্রাগুলো আবিষ্কার করেন। উদ্ধার হওয়া রৌপ্যমুদ্রাগুলো ‘রিয়েলস’ এবং স্বর্ণমুদ্রাগুলো ‘এস্কুদোস’ নামে পরিচিত। এগুলো ১৭১৫ সালে স্পেনগামী এক নৌবহরের সঙ্গে হারিয়ে যাওয়া বিশাল ধনভান্ডারেরই অংশ...