বিশ্বজুড়ে কোটি মানুষ কিডনি স্টোন বা পাথরজনিত তীব্র যন্ত্রণায় ভোগেন। কিন্তু এবার সেই কষ্টের অবসান ঘটাতে পারে বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার। বিজ্ঞানীরা এমন একধরনের আন্ত্রিক ব্যাকটেরিয়া (gut bacteria) তৈরি করেছেন, যা মানবদেহের ভেতরেই নিরাপদভাবে কিডনি স্টোন গলিয়ে ফেলতে সক্ষম। এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে কিডনি স্টোনের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে বলে আশা করছেন গবেষকেরা। গবেষকদের মতে, এই ব্যাকটেরিয়া দেহের ভেতরে প্রবেশ করে সরাসরি পাথরের ওপর কাজ করে এবং ধীরে ধীরে সেটিকে ভেঙে গলিয়ে ফেলে। ফলে অস্ত্রোপচার বা বেদনাদায়ক চিকিৎসা ছাড়াই রোগীরা পেতে পারেন স্থায়ী মুক্তি। এই পদ্ধতিটি পুরোপুরি প্রাকৃতিক ও নন-ইনভেসিভ (non-invasive)—অর্থাৎ শরীরে কোনো অস্ত্রোপচার বা ক্ষত ছাড়াই...