কোরআন অবমাননার অভিযোগে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটুনি দিয়েছে একদল ব্যক্তি। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর শনিবার রাত পৌনে ৩টার দিকে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থীকে হেফাজতে নিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ভাটারা থানার ওসি রাকিবুল হাসান। তিনি বলেন, “জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে (ঢাকা মেডিকেলে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।” শনিবার রাতে কয়েকটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে, যেসবে অপূর্ব পাল কোরআন অবমাননা করেছেন বলে বিভিন্ন পোস্টে অভিযোগ তোলা হয়। ওই শিক্ষার্থীর ফেইসবুক পোস্ট শেয়ার করে তাকে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। এর মধ্যেই রাত ১টার দিকে অপূর্ব পালের বাসার সামনে জড়ো হতে থাকেন ক্ষুব্ধ অনেকেই। খবর পেয়ে সেখানে গিয়ে ওই...