বাংলাদেশে দক্ষ ব্যাংক ব্যবস্থাপনা গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, দক্ষ ব্যাংক ব্যবস্থাপনা এখন সময়ের বড় চাহিদা। বর্তমানে ভালো ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশের অধিকাংশ ব্যাংক ‘কোর ব্যাংকিং সিস্টেম’-এর জন্য ভারতের ওপর নির্ভরশীল—এ অবস্থায় আমাদের নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। তিনি আরও বলেন, যদিও দেশে ব্যাংকারদের প্রশিক্ষণের জন্য নানা প্রতিষ্ঠান রয়েছে, তবে সবচেয়ে কার্যকর শিক্ষা হয় কর্মক্ষেত্রে। কিন্তু ব্যাংকখাতে প্রশিক্ষণ ও জনবল উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগের সক্ষমতা এখনো আমাদের...