গাজাগামী মানবিক ত্রাণবহর সুমুদ ফ্লোটিলার নেতৃত্বদানকারী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের ওপর ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী—এমন অভিযোগ তুলেছেন অভিযানে অংশ নেওয়া আন্তর্জাতিক কর্মীরা। খবর আল জাজির ‘র। ইসরায়েলের হাতে আটক হওয়া ৪৫০ জন কর্মীর মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তুর্কি কর্মকর্তারা। তুর্কি সাংবাদিক ও সুমুদ ফ্লোটিলার সদস্য এরসিন সেলিক স্থানীয় গণমাধ্যমকে জানান, তিনি নিজ চোখে দেখেছেন থুনবার্গকে কীভাবে টেনে মাটিতে ফেলে দেওয়া হয় এবং ইসরায়েলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়। তার ভাষায়, “ওটা ছিল ভয়ঙ্কর দৃশ্য, যেন কোনো বন্দিকে হেয় করার প্রদর্শনী চলছে।” মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে পতাকা হাতে ‘প্যারেড’ করানো হয়। হেলমি অভিযোগ করেন, “তিন...