০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম ফিলিস্তিনের গাজা অঞ্চলে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা নতুন পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় যেতে সম্মত হয়েছে এবং হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এই পদক্ষেপকে দুই পক্ষের মধ্যে শান্তি পুনঃস্থাপনের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রোববার (৫ অক্টোবর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, ইসরায়েলের এই সিদ্ধান্ত ও হামাসের নিশ্চিতকরণ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের পথে একটি বড় ধাপ। এর আগে শনিবার হামাস জানায়, আলোচনা শেষে ইসরায়েল প্রাথমিক প্রত্যাহার সীমারেখায় সম্মতি জানিয়েছে এবং এটি হামাসকে প্রদর্শন ও জানানো হয়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “হামাস নিশ্চিত করলে যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। শুরু হবে বন্দি ও...