১. অভ্যাসের ভাঙনমানুষ স্বভাবত অভ্যস্ত প্রাণী। যে রাস্তায় প্রতিদিন হাঁটা, যে দোকান থেকে নিয়মিত বাজার করা এসব ভাঙলে মনে অস্থিরতা আসে। ২. সামাজিক বন্ধনআগের জায়গার প্রতিবেশীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ ভেঙে গেলে এক ধরনের শূন্যতা তৈরি হয়। ৩. অপরিচিত পরিবেশের চাপনতুন বাসায় আসার পর আশেপাশের মানুষের চরিত্র, এলাকার নিরাপত্তা কিংবা সুবিধা-অসুবিধা সম্পর্কে না জানার কারণে মন খারাপ হতে পারে। ৪. ব্যস্ততার অভাবপ্রথমদিকে পরিচিত মানুষজন না থাকায় একাকীত্ব বাড়ে। এই ফাঁকা সময়ে মন ঘুরে ঘুরে আগের বাসার স্মৃতির দিকেই চলে যায়। তাহলে করণীয় কী হতে পারে? নতুন বাসায় এসে যদি মন না বসে, তবে ধীরে ধীরে কিছু পদক্ষেপ নিলে সহজে মানিয়ে নেওয়া যায়- ১. নিজের মতো ঘর সাজিয়ে নিননতুন বাসায় উঠে প্রথম কাজ হওয়া উচিত নিজের ঘরটিকে আপন করে তোলা।...