ইসরায়েলের হাতে আটক হয়ে পরে দেশে ফেরত আসা আন্তর্জাতিক কর্মীরা জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের প্রতি নির্যাতনের অভিযোগ তুলেছেন। গাজাগামী ত্রাণবাহী নৌযান আটক ও প্রায় ৪৫০ জনকে আটক করার পর এই অভিযোগ ওঠে। শনিবার (৪ অক্টোবর) ইস্তাম্বুলে অবতরণ করেন ১৩৭ জন বিদেশি কর্মী, যাদের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডানসহ বিভিন্ন দেশের কর্মীরা ছিলেন। তুরস্কের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তুর্কি সাংবাদিক ও ‘গাজা সুমুদ ফ্লোটিলা’র অংশগ্রহণকারী এরসিন চেলিক স্থানীয় গণমাধ্যমকে বলেন, “আমি নিজ চোখে দেখেছি, ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে। তাকে মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এবং জোর করে ইসরায়েলি পতাকায় চুমু খাওয়ানো হয়।” একই ধরনের অভিযোগ করেছেন মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইনফিল্ড বিবার। তারা বলেন, থুনবার্গকে ঠেলে ধাক্কা...