গত বৃহস্পতিবার হায়দরাবাদে এক জনসভায় বক্তৃতাকালে ওয়াইসি এই মন্তব্য করেন। ওয়াইসি গত ২৬ সেপ্টেম্বর বেরেলিতে ঘটা সংঘর্ষের ঘটনার কথা উল্লেখ করছিলেন। সেখানে জুমার নামাজের পর ‘আই লাভ মুহাম্মদ (সা.)’ লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে পুলিশ বাধা দিয়েছিল। এই ঘটনার পর ভিড়ের মধ্যে থাকা কিছু লোক পাথর ছোড়া, স্লোগান দেওয়া এবং গুলি চালানোর মতো সহিংসতায় অংশ নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সহিংসতায় ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের (আইএমসি) প্রধান মাওলানা তকির খান এবং তাঁর কিছু সহযোগীসহ ৮০ জনের বেশি লোককে আটক করা হয়েছে। ওয়াইসি তাঁর বক্তৃতায় এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। বিতর্ক নিয়ে ওয়াইসি বলেন, সম্ভল মসজিদ নিয়ে একটি মামলা চলছে এবং মসজিদগুলো কেড়ে নেওয়া হচ্ছে। এরপরই তিনি বর্তমান ব্যবস্থার তীব্র সমালোচনা করেন, "এ দেশে একজন 'আই লাভ মোদি' বলতে পারেন, কিন্তু...