আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০টি আসন ছাড়তে পারে বিএনপি। এরইমধ্যে মিত্র দলগুলোর কাছে তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চেয়েছে দলটি। ঢাকার দুই-তিনটি আসনও মিত্রদের জন্য ছাড়তে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি। অক্টোবরের মধ্যেই দলের পাশাপাশি জোটের প্রার্থীও চূড়ান্ত করতে চায় দলটি। আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে রাজপথে থাকা মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতার বিষয়টিও চূড়ান্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের সাথে যারা অতীতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তাদের মধ্য থেকে বাছাই করা নেতাদের আমরা কিছু আসন ছেড়ে দেব। আমাদের সাথে তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য চেষ্টা করব। আমরা জানি কোন নেতা কী ধরনের কাজ করেছে, কতটুকু কাজ করেছে।...