জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। অক্টোবরের মাঝামাঝি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টের অনুমোদন পেতে যাচ্ছেন তাকাইচি। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের কট্টর-রক্ষণশীল রাজনৈতিক নেতা সানাই তাকাইচি। দায়িত্ব পালন করেছেন অর্থনৈতিক নিরাপত্তামন্ত্রী হিসেবে। সেইসঙ্গে বেশ কিছু বিতর্কিত নীতির প্রবক্তাও এই ৬৪ বছর বয়সী রাজনীতিবীদ। কয়েক দশক ধরে জাপান শাসন করে আসছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি–এলডিপি। পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর, গত ৭ সেপ্টেম্বর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে দলীয় প্রধান নির্বাচনে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শনিবার রানঅফ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী শিনজিরো কোইজুমিকে হারিয়ে দলীয় নেতৃত্ব নিশ্চিত করেন তাকাইচি। বিজয়ী ভাষণে তিনি বলেন, দলের ভাগ্য ফেরাতে সবাইকে সাথে নিয়ে...