মেজর লিগ সকারে টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে অবশেষে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে হাভিয়ের মাচেরানোর শিষ্যরা। মায়ামির বড় জয়ে জোড়া গোল করেছেন তাদেও আলেনদে ও ইয়র্দি আলবা। গোল না পেলেও অন্যরকম হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। মায়ামির চার গোলের তিনটিই বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচে অবশ্য প্রথম সুযোটটা পেয়েছিল নিউ ইংল্যান্ড। ৯ম মিনিটে বাঁপ্রান্ত থেকে বাড়ানো কার্লেস গিলের ক্রসে হেড করেছিলেন ব্রান্ডন বাই। নিউ ইংল্যান্ড মিডফিল্ডের হেড বারে লেগে ফেরত আসে। ৫ মিনিট পর বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়কের শট সহজেই ঠেকিয়েছেন নিউ ইংল্যান্ড গোলকিপার ম্যাট টার্নার। ১৬ মিনিটে একবার জালে বল জড়িয়েছিলেন রদ্রিগো দে পল। তবে অফসাইডের কারণে দে পলের গোলটি বৈধতা পায়নি। মায়ামিকে...