০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র আন্তর্জাতিক সেচ্ছাসেবক ও সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ ইসরায়েলের কারাগারে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। মানবাধিকার ও আইনি সহায়তা সংস্থা আদালাহ শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, বহু আটককৃত অধিকারকর্মী কারাগারে পর্যাপ্ত খাবার ও পানি পাচ্ছেন না এবং কেউ কেউ ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার হাতে মারধরের শিকার হয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান–এর শনিবারের প্রতিবেদনে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনের ২২ বছর বয়সী জলবায়ু আন্দোলনকর্মী থুনবার্গকে ইসরায়েলি কারাগারে কঠোর ও অনুপযুক্ত পরিবেশে রাখা হয়েছে। বুধবার রাতে গাজাগামী ফ্লোটিলা অভিযানে ইসরায়েলি নৌবাহিনী ৪২টি নৌযানসহ ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক অধিকারকর্মীকে আটক করে। এদের মধ্যে ১৩৭...