০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকটি আজ রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ প্রায় ৩০টি দল এতে যোগ দেবে। কমিশন আশা করছে, এই বৈঠকেই সমাধান মিলবে। জুলাই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে গত ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। তবে তিন দফা বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। মূল খসড়ায় ৮৪টি সংস্কার প্রস্তাব চূড়ান্ত হলেও বাস্তবায়নের ধাপ এখনও নির্ধারণ হয়নি। এদিকে আইন বিশেষজ্ঞরা কয়েকটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে আছে- সংবিধান আদেশ জারি, গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন,...