রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলিবর্ষণ ও আগুন দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৪ অক্টোবর) সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার দুজন হলেন নেছার উদ্দিন ও তাঁর সহযোগী জাহিদুর রহমান দীপু। বি জ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সেনপাড়ায় আল হেলাল হাসপাতালের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আলিফ পরিবহনের কাছে...