০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৯ এএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, হামাস তাদের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছে যে তারা শান্তির জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে হামাসের ইতিবাচক প্রতিক্রিয়া আন্তর্জাতিক পরিসরে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানায়, তুরস্কের ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে শনিবার এই মন্তব্য করেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, হামাসের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে আরও বাস্তবসম্মত করে তুলেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হামাসকে তার শান্তি পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত জানানোর জন্য রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিলেন। এর শেষ সময়ের কয়েক ঘণ্টা আগে হামাস একটি বিবৃতি দিয়ে আংশিক সম্মতি জানায়। ইস্তাম্বুলে...