কিশোরগঞ্জে টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্য থামছে না। বারবার গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে আবারো একই কাজে জড়াচ্ছেন এ চক্রের সদস্যরা। রেলওয়ের কিছু স্টাফও এ চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রশাসন তৎপর থাকার দাবি করলেও যাত্রীরা স্বস্তি পাচ্ছেন না। তারা এ নিয়ে কঠোর পদক্ষেপের দাবি করেন। জানা যায়, রেলওয়ের টিকিট কালোবাজারি নিয়ে বহুবার অভিযান চালানো হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। অনেক কালোবাজারির গ্রেফতার, মামলা, কারাদণ্ড সবই হচ্ছে। কিন্তু কিছুদিন পর জামিনে বেরিয়ে তারা আবার আগের পেশায় ফিরে যাচ্ছেন। অভিযোগ আছে, স্টেশনের কিছু স্টাফও এ চক্রের সঙ্গে যুক্ত। শনিবারের এগারসিন্দুর প্রভাতী ট্রেনের গ-২৮, গ-৩৭, গ-৪০ ও গ-৪২ নম্বর আসনের টিকিট কালোবাজারির কাছ থেকে যাত্রীরা কিনেছেন ৩০০ টাকায়, যার প্রকৃত মূল্য মাত্র ১৬০ টাকা। কেউ পেয়েছেন প্রিন্ট কপি, কেউ পেয়েছেন অনলাইন কপি। কিন্তু...