নীলফামারীর ডিমলা উপজেলায় তিন লাখ মানুষের চিকিৎসা সেবায় ছয় জন চিকিৎসক কর্মরত রয়েছেন। জনবল সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ৫০ শয্যার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। চিকিৎসক না থাকায় মারাত্মক সংকটে পড়েছে স্বাস্থ্যসেবা। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রতিদিন গড়ে ৫-৬ হাজার রোগী যাওয়া আসা করেন। চিকিৎসক না থাকায় সিংহভাগ রোগীকে ভোগান্তিতে পড়তে হয়। বহির্বিভাগে শতশত রোগী লাইনে দাঁড়িয়ে থেকে চিকিৎসা না নিয়ে বাধ্য হয়ে ফিরতে হয়। বহির্বিভাগে সেবা নিতে আসা আবু মোতালেব বলেন, সেই সকাল বেলা টিকিট হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তার দেখাতে পারিনি। এক প্রশ্নের জবাবে বলেন, ডাক্তার ভেতরে রোগী দেখার পর বাইরের রোগী দেখতে বসে, তারপর ২০-২৫ জন রোগী দেখার পর আর সিরিয়াল নেয় না। অফিস বন্ধ করে দেয়। মানুষের ভোগান্তির শেষ নাই। নামেই ৫০ শয্যার হাসপাতাল। ২০১০ সালে...