ঢাকা: শিক্ষা জীবনের দ্বিতীয় ধাপে যশোরের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি। এ স্কুলে আমাদের ইংরেজি পড়াতেন নিতাই স্যার ও নিমাই স্যার।আজ আমি দেশের একটি নামকরা ইংরেজি দৈনিকের যশোর প্রতিনিধি। স্বাভাবিকভাবে সংবাদ লিখতে হয় ইংরেজিতে। এছাড়া একটি ইংরেজি মাধ্যম স্কুলে ইংরেজি পড়াই। কিন্তু আমি ইংরেজিতে অনার্স বা মাস্টার্স করিনি। করেছি বাংলায়। জানি না নিজের যোগ্যতা কতটুকু। কিন্তু কিছু ইংরেজি তো জানতে হয়। তা না হলে এসব প্রতিষ্ঠানে থাকা সম্ভব না। এ সম্ভবটুকু করে দিয়েছেন যে দুই স্যারের নাম বললাম তারা। আর আমার বাবা মরহুম শেখ মুহাম্মদ আব্দুর রহমান। কারণ আমার কোনো প্রাইভেট শিক্ষক ছিল না। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে এটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের...