জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা থেকেও এ সমস্যার ছোঁয়া বিরামহীন। রবিবার (৫ অক্টোবর) সকাল ৭টা নাগাদ ঢাকার বায়ুমানের স্কোর ৭৪ রেকর্ড করা হয়েছে, যা বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম স্থান দখল করেছে। এ স্কোরকে দূষণের দিক থেকে ‘সহনীয়’ বা ‘মধ্যম’ হিসেবে গণনা করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ভারতের দিল্লি ১৭১ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। তালিকার দ্বিতীয় অবস্থান দখল করেছে ভিয়েতনামের হ্যানয়, যার একিউআই স্কোর ১৫৩। এরপর তৃতীয় অবস্থান নিয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫১ স্কোর)। চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ (১৪৯ স্কোর) এবং পঞ্চম স্থানে আছে ফিলিপাইনের মানিলা, যার স্কোর ১৩১। এই তথ্য প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী...