গাজীপুরের শ্রীপুরে বিদেশি পিস্তলসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশের দাবি গ্রেপ্তারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী। গোপন খবরের ভিত্তি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কাওরাইদ এলাকার আবদুল খালেক নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জুবায়ের আল মামুন (২২), শাহারিয়ার রহমান সাদাফ (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদি হাসান ইমন (২৩), ও মোজাম্মেল হাসান রুমান (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে। গতকাল শনিবার প্রেসবিজ্ঞতির মাধ্যমে অস্ত্র উদ্ধারের বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয় আব্দুল খালেকের কাওরাইদের বাড়িতে লুকিয়ে রাখা হয় অস্ত্র। এরপর শুক্রবার দুপুরে কাওরাইদ বাজার এলাকায় খালেকের বাড়িতে অভিযান...