ইউরোপীয় ইউনিয়নে যোগদানের আলোচনার স্থবিরতা এবং নির্বাচনী কারচুপি সংক্রান্ত অভিযোগের কারণে জর্জিয়ার রাজধানী তিবলিসি উত্তাল হয়ে উঠেছে। শনিবার (০৪ অক্টোবর) রাজধানীর রাস্তায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে প্রবেশের চেষ্টা চালায়, যা পুলিশের সঙ্গে সংঘর্ষের জন্ম দেয়। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান এবং পিপার স্প্রে ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং অনেককে আটক করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রবিবার (৫ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শাসক দল জর্জিয়ান ড্রিম জয় দাবি করার পর থেকেই দেশটি রাজনৈতিক অচলাবস্থায় রয়েছে। বিরোধী দলগুলো অভিযোগ করছে, নির্বাচনে কারচুপির মাধ্যমে শাসকদল ক্ষমতা ধরে রেখেছে। এরপর থেকে সরকার ইইউ-তে যোগদানের আলোচনাকে স্থগিত রেখেছে। স্থানীয় নির্বাচনের দিনেই এই বিক্ষোভের সূত্রপাত। সরকারের নীতির বিরোধিতা করে অধিকাংশ বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। আন্দোলনের অন্যতম নেতৃত্ব দিয়েছেন অপেরা গায়ক...