১৭ মার্চ ২০২০। সেদিনের কথা কারও কি মনে আছে? সেদিন থেকে কয়েকদিনের জন্য স্কুল, কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। কারণ একটাই মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি অনির্দিষ্ট কালের আবরণে ঢাকা পড়েছিল। সহজে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো সিদ্ধান্ত নিতে পারছিল না। একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল দেশসহ গোটা পৃথিবী। বাংলাদেশে একটা সময় করোনাভাইরাসের প্রাদুর্ভাব শহরকেন্দ্রিক ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় শহর থেকে উপজেলায়, সেখান থেকে মফস্বলে ছড়িয়ে পড়েছিল। বলা যায়, আমাদের শিক্ষাব্যবস্থা বড় সময়ের জন্য স্থবির ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০ সালের এসএসসি, এইচএসসি এমনকি পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষাও বাতিল করতে হয়েছিল। সম্মান প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরবর্তী ক্লাসে অটো প্রমোশন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ২০২১ সালের পঞ্চম শ্রেণির সমাপনী...