আজ শিক্ষক দিবস। প্রতি বছর ৫ অক্টোবর আমরা দেশজুড়ে এই দিবসটি পালন করি। এই দিবসকে কেন্দ্র করে পত্রিকায় নিবন্ধ লেখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়। কিন্তু আনুষ্ঠানিকতার এই আবরণের আড়ালে আছে এক গভীর প্রশ্ন—আমরা কি সত্যিই আমাদের শিক্ষকদের প্রাপ্য মর্যাদা দিতে পারছি? শিক্ষক দিবস কেবল ধন্যবাদ জানানোর দিন নয়, এটি হওয়া উচিত আত্মসমালোচনার দিন—আমরা জাতি হিসেবে কেমন আচরণ করছি তাদের সঙ্গে, যাদের হাতে আমাদের, আমাদের সন্তানদের ভবিষ্যৎ তথা দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে। শিক্ষকতা কোনো সাধারণ পেশা নয়; এটি এক মহান দায়িত্ব, এক নৈতিক আহ্বান। একজন শিক্ষক কেবল পাঠদান করেন না, তিনি আলোকিত করেন মন, জাগিয়ে তোলেন কৌতূহল, শেখান প্রশ্ন করতে ও ভাবতে। কিন্তু এর জন্য দরকার সেই মানের শিক্ষক। আমরা শিক্ষকতা পেশাকে যথেষ্ট আকর্ষণীয় করতে পেরেছি যাতে মেধাবীরা শিক্ষক...