মেজর লিগে দারুণ ছন্দে আছেন লিওনেল মেসি, সঙ্গে তার দল ইন্টার মিয়ামি। সবশেষ মেসির তিন অ্যাসিস্টে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলেছে মিয়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে রোববার ভোরে নিউ ইংল্যান্ডকে আথিত্য দেয় মিয়ামি। তাদের হয়ে তাদেও আলেন্দে এবং জর্ডি আলবা জোড়া গোল করেন, প্রথম তিনটি গোল করতে সাহায্য করেন বিশ্বকাপজয়ী মেসি। নিউ ইংল্যান্ডের গোলটি করেন ডর টারগেম্যান। ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালায় দুদল, কিন্তু আধাঘণ্টা পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। ৩২ মিনিটে মেসির প্রথম অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলেন্দে। বিরতিতে যাওয়ার আগে ফের মেসির অ্যাসিস্ট, ব্যবধান দ্বিগুণ করেন আলবা। দ্বিতীয়ার্ধে বল কিছুটা নিয়ন্ত্রণে রাখে নিউ ইংল্যান্ড। ৫৯ মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হন টারগেম্যান। কিন্তু আবারও মেসি-আলবাদের আক্রমণের মুখে পড়েন...