ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে আরও এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত (Shin Bet)। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি চ্যানেল ১২ জানায়, ২৩ বছর বয়সী ওই ব্যক্তি ডেড সি-সংলগ্ন এক হোটেলে কর্মরত ছিলেন। অভিযোগ, তিনি ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের হয়ে নিরাপত্তা-সংশ্লিষ্ট নানা কাজ সম্পাদন করছিলেন। এটি সাম্প্রতিক সময়ে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে গ্রেপ্তারের ধারাবাহিক সর্বশেষ ঘটনা। মাত্র চার দিন আগেই হিব্রু ভাষার কয়েকটি সংবাদমাধ্যম জানায়, শিন বেত ও পুলিশ যৌথ অভিযানে আরও দুই যুবককে (২৬ বছর বয়সী) গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধেও ইরানের পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর ভিডিও ধারণ করেছিল।দুজনই হোলন এলাকার বাসিন্দা, এবং তাদের প্রথম গ্রেপ্তার করা হয়েছিল গত বছরের আগস্টে, ইরানের...