সপ্তাহের ব্যবধানে খুলনার বাজারে ফের বেড়েছে সবজির দাম। কেজিতে ১০-১৫ টাকা দাম কমার পর ফের ১৫-২০ টাকা বেড়েছে। একইসঙ্গে দাম বেড়েছে কাঁচামরিচ ও মুরগির। বৃষ্টি ও সরবরাহ না থাকায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। রোববার (৫ অক্টোবর) খুলনার পাইকারি ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজার, নতুন বাজার, নিউ মার্কেট ও খালিমপুর বাজার ঘরে এমনটা জানা যায়। সবজির বাজারে, লম্বা বেগুন ৬০-১০০ টাকা, গোল বেগুন ১২০ -১৩০ টাকা, করলা ৮০ -১০০, বরবটি ৮০ -১০০, পটোল ৬০ -৭০, লাল শাক ৩০-৪০ টাকা, লাউ শাক ৫০-৬০ টাকা কেজি, কুমড়া ৬০ টাকা কেজি, ধুন্দল ৭০ -৮০, ঢ্যাঁড়শ ৬০ -৮০, কাঁকরোল ৭০ -১০০ টাকা এবং চিচিঙ্গা ৫০ -৭০ টাকা দরে, লাউ প্রতি পিচ ৬০-৭০ টাকা পিচ দরে, কাঁচামরিচ মানভেদে ২৮০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে,...