স্থানীয় নেতাদের আপত্তি উপেক্ষা করে শিকাগোতে ৩০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন স্থানীয় সময় শনিবার (৪ অক্টােবর) জানান, “প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল কর্মকর্তাদের ও সম্পদ সুরক্ষার জন্য ৩০০ ন্যাশনাল গার্ড সদস্যকে অনুমোদন দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকান শহরগুলোতে আইনহীনতা সহ্য করবেন না।” খবর আল জাজিরার। শনিবার সকালে শিকাগোতে মার্কিন বর্ডার প্যাট্রোল কর্মীদের গুলিতে এক সশস্ত্র নারী আহত হওয়ার ঘটনার পর ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর জেবি প্রিৎসকার ট্রাম্পের এই পরিকল্পনার কথা জানান। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানায়, ওই নারী গাড়ি দিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সির গাড়িতে ধাক্কা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন। যদিও গুরুতর কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা আহত হননি। আহত নারী নিজেই হাসপাতালে যান বলে জানানো হয়। এদিকে, হোমল্যান্ড সিকিউরিটির প্রধান...