ইসরায়েলের হাতে গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটককে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ইতালি। দেশজুড়ে শুক্রবার পালিত হয়েছে এক অভূতপূর্ব মহা ধর্মঘট ও বিক্ষোভ, যেখানে লাখো মানুষ ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান তোলে এবং গাজায় চলমান “গণহত্যা” বন্ধের আহ্বান জানায়। স্থানীয় দৈনিকলা স্তাম্পাজানায়, প্রায় ২০ লাখ মানুষ ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নেয়। আটক হওয়া ত্রাণবাহী জাহাজগুলোতে ৪০ জন ইতালীয় নাগরিক ছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠনগুলো, বিশেষ করে CGIL (Confederazione Generale Italiana del Lavoro), দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় “ফ্লোটিলাকে রক্ষা ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে।” ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে দেশটির পরিবহন ব্যবস্থা। বন্ধ হয়ে যায় স্কুল, হাসপাতাল ও সরকারি অফিস। পিসা, পেস্কারা, বোলোনিয়া ও মিলান অঞ্চলে মহাসড়ক অবরোধ করা হয়, আর লিভোর্নো বন্দরে প্রবেশপথ বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা।...