নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বিজিবির রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ বালাপাড়া বিজিবি ক্যাম্পের বিশেষ টহল দল ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৭৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় মাদক পাচারকারী সীমান্ত গলিয়ে পালিয়ে যায়। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওপি টহল দল সীমান্ত পিলার ৭৮০/৮-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাণিনগর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ভারতের অভ্যন্তর থেকে এক অজ্ঞাত ব্যক্তিকে মাথায় একটি বস্তা নিয়ে সীমান্ত গলিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবি টহল দলের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই...