অনলাইন অ্যাক্টিভিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পরবর্তী ত্রাণবাহী নৌবহরে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই পরবর্তী ত্রাণবাহী নৌবহরের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। “গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পরবর্তী ত্রাণবাহী নৌবহরের জন্য রেজিস্ট্রেশন করেছি। যারা গাজায় যেতে চেয়েছিলেন সবার জন্য কমেন্টে ওয়েবসাইট লিখে দিলাম। আমরা একসাথে যাবো ইনশাআল্লাহ।” তার এই স্ট্যাটাসটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। খবরটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৩৩ হাজার রিএকশন, ১,৪০০ মন্তব্য এবং ৫১৫টি শেয়ার হয়েছে। উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি...