বিশ্বকাপ থেকে খালি হাতে বিদায় নিতে হলো ব্রাজিলকে। গ্রুপ পর্বের একটি ম্যাচেও জিততে পারেনি সেলেসাওরা। তাতে প্রথম রাউন্ডের গণ্ডিই পেরোতে পারেনি তারা। ওদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ঠিকই গ্রুপ পর্ব পেরিয়ে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে চলে গেছে দলটা। চিলিতে অনুষ্ঠেয় ফিফা অ-২০ বিশ্বকাপের সি গ্রুপে ছিল ব্রাজিল। তাদের সঙ্গী ছিল স্পেন, মরক্কো ও মেক্সিকো। তবে সবাইকে চমকে দিয়ে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে চলে গেছে মরক্কো ও মেক্সিকো। তৃতীয় হয়েও স্পেন চলে গেছে শেষ ষোলতে। ব্রাজিল এবারের বিশ্বকাপটা শুরু করেছিল মেক্সিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে। তবে তাদের বিশ্বকাপ স্বপ্নে বড় একটা ধাক্কা লাগে মরক্কোর কাছে ২-১ গোলে হেরে গিয়ে। এরপরও অবশ্য তাদের সম্ভাবনা ছিল পরের রাউন্ডে খেলার। দ্বিতীয়, কিংবা সেরা তৃতীয় দল হয়ে শেষ ষোলয় খেলার সুযোগ ছিল তাদের...