ভারত ও পাকিস্তানের ম্যাচে সব সময় দেখা যায় ভিন্ন রকম উন্মাদনা। সম্প্রতি শেষ হওয়ার এশিয়া কাপের তিন দফায় মুখোমুখি হয়েছিল প্রতিবেশী এই দুটি দল। তবে প্রতিবারই জয়ের শেষ হাসি এসেছে ভারত। আজ আরও একবার দেখা যাবে এশিয়ার দুই পরাশক্তির লড়াই। কিন্তু এবার ম্যাচ হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। তবে মুখোমুখি লড়াইয়ে প্রায় বেশিরভাগ সময়ই এগিয়ে থাকে ভারত। যদিও মাঝেমধ্যেই তাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে দেখা যায় পাকিস্তানকে। কিন্তু নারী ক্রিকেটে যেন সেই দৃশ্য অপ্রতুল। ওয়ানডে ফরমেটের ক্রিকেটে আজ পর্যন্ত ভারতকে পরাজিত করতে পারেনি পাকিস্তান নারী দল। তাই নতুন করে ইতিহাস লেখার সুযোগ রয়েছে পাকিস্তানের সামনে। এখন পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান নারী দল। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের মঞ্চে এগারো বার একে অপরের বিপক্ষে খেলেছে উভয়...