আন্তর্জাতিক চাপের মুখে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলমান আগ্রাসন অবশেষে বন্ধে রাজি হয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসও সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবের কিছু অংশ মেনে নিতে। এ অবস্থায় অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু, তার সেই নির্দেশ উপেক্ষা করে এখনও গাজায় নিজেদের হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সবশেষ ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ৯৩টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত ৭০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এ হামলায়। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হামাস বলছে, বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমানোর দাবি করলেও বাস্তবে ইসরায়েল তার আগ্রাসন থামায়নি। শনিবার এক বিবৃতিতে...