মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৭০টি দেশের প্রতিনিধি এতে অংশ নেন। এতে গুরুত্ব পায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ও তার আগ পর্যন্ত পর্যাপ্ত আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখা। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ৯৬ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা করেছে। ‘সম্মেলনে প্রথমবারের মতো আমরা দেখলাম এ সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায় তাদের পলিটিক্যাল উইল ইনভেস্ট (রাজনৈতিক সদিচ্ছা আরোপ) করতে প্রস্তুত রয়েছে।’ জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তার সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের নিউইয়র্ক প্রতিনিধি ইসমাইল হোসাইন রাসেল। খলিলুর রহমান:গত বছর প্রধান উপদেষ্টা জাতিসংঘে এসে এই সম্মেলনটি...