গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং একই থানাধীন শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন। দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। ওসি মেহেদী হাসান বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন। “খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।” তিনি বলেন, “রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট...